তোমার এক কষ্ট কিসের মেয়ে? নাকি তুমি দুঃখ বিলাসী। আমিও দুঃখ বিলাসী। তোমার আমার ভীষণ মিল। তুমি আমার বন্ধু হবে? আমরা একসাথে দুঃখ করব। নতুন নতুন দুঃখ গুলো সব খুঁজে খুঁজে বের করব...
আচ্ছা! বলতে পারো প্রজাপতিদের দুঃখ আছে কিনা? ওরা তো রঙীন ডানায় ভর করে ওড়ে। ফুলে ফুলে ঘুরে বেড়ায়। নাকি ফুলেদের ওর যত দুঃখগাঁথা বলে বেড়ায়?
আচ্ছা! দুঃখের রং কি নীল? তাহলে তো সাগরদের, মেঘেদের অ-নে-ক দুঃখ। চলোনা দুজনে হারিয়ে যাই সাগরের নীলে কিংবা আকাশে। ওদের সাথে আমরাও আমাদের দুঃখ ভাগাভাগি করি।
তোমার কিসের এত কষ্ট। জান, কষ্টগুলো ভাগ করে নিতে হয়? ভাগ করলে তো দুঃখ কমে। অন্তত দুঃখের বোঝাটা একটু কমিয়ে নিলে চলতে সুবিধা হয়।
জানো যার মনে যত দুঃখ, সে তত জ্ঞানী হয়। সে তত বুদ্ধিমান হয়। কারণ সে জীবনকে অনেক কাছে থেকে দেখে। জীবন তার অতি আপনজন হয়ে যায়।
তুমি তো অনেক ভালো। ফুলের মত তুমি। দেখো একদিন প্রজাপতি এসে তোমাকে সুখের বরতা দিয়ে যাবে। সেদিন কিন্তু আমাকে ডেকো। তোমাকে আনন্দিত দেখতে আমার খুব শখ।
ভালো থেকো মেয়ে। আর একটা অনুরোধ দুঃখ কোর না...
কারণ হাসি দিয়ে দুঃখটাকে জয় করতে হয়।
একটু হাসো। প্লিজ... অন্তত আমার জন্য...
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




