মেয়ে আমাকে ক্ষমা করো। তোমার সত্যে আমি আঘাত করেছি। বিশ্বাস করো, আমার ইচ্ছায় তোমাকে কষ্ট দেইনি। তুমি কষ্ট পাবে জানলে ওভাবে বলতাম না। আসলে...
তুমি জনো আমি ভী---ষ---ণ-- আবেগ প্রবণ। আমি জানি, আবেগ দিয়ে জীবন চলে না। কিন্তু এটাও তো সত্য- আবেগ বহির্ভূত জীবন অথর্ব।
কিন্তু আমি হয়ত আবেগ দ্বারা একটু বেশিই তাড়িত হয়েছি।
অবশ্য তোমার কাছে ভনিতা করার ও কিচু নাই। কারণ তুমি আমার বন্ধু। তুমিও তো বলো- বন্ধুত্বে সরি শব্দটি বড্ড বেমানান। কিন্তু সরি বলেও তো তোমাকে সহজ করতে পারছি না। আবারও বলছি- স--রি--
আমার কষ্টটি তোমার সাথে শেয়ার করতে চাইছিলাম। কিন্তু আমি সেভাবে পারিনি। হয়ত তুমি অন্যভাবে নিয়েছো। সত্যি বলছি- আমি হালকা হতে চেয়িছিলাম। কিন্ত...
থাকগে। আর বলব না কিছু। আমি শুধু এটা জানি তুমি আমার বন্ধু। এখনও বন্ধু। তবে যদি মনে করো তোমার বন্ধু হবার যোগ্যতা আমার নাই, আমি মোটেও কষ্ট পাবো না। কারণ তুমি তো জানো আমি দুঃখ বিলাসী। তুমি সত্যি সত্যি দুঃখী। হয়ত আমাদের পার্থক্য এখানেই। আর তাই আমি অকারণে দুঃখ করি।
আমি কখনোই তোমার কষ্টের কারণ হবো না। যদি মনে করো আমি....., কোন কিছু বলার দরকার নাই। আমি সরে দাঁড়াবো।
একটা কথা মনে করিয়ে দিই- আমার অনেক কিছুর দায়িত্ব এখন কিন্তু তুমি নিয়েছ। জানিনা কিভাবে সেগুলোর দেখভাল করবে। আমি শুধু জানি- আমার একজন বন্ধু আছে। আমার কোন চিন্তা নাই।
আর যদি কোন অন্যায় করে থাকি, সেটা যদি ক্ষমার অযোগ্য হয়, তবে বলছি- তার দায় আমি বহন করব। কিন্তু আমাকে শত্রু ভেবো না। আর পাললে ক্ষমা করে দিও...
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১১:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




