পাগলি টা ও মা হয়েছে
উত্তম কুমার নাথ
পাগলিটা ও মা হয়েছে
কে কখন কি করেছে
কেউ কি খোঁজ নিয়েছে
সমাজ পতিরা আজ অন্ধ গলিতে
কোন দানব লালসায় করেছে নগ্ন
ভগ্ন দেহে দিয়েছে বীর্য
করেছে মানবতার কষাঘাত
তবুও আমি নিচুপ!
রক্ত মাংসে শরিরেও আছে উত্তেজনা
পাগলি টা কি বুঝেছে সেই বেদনা
কে দিবে খাবার, কে দিবে সান্তনা
সে কি বুঝে মাতৃত্ত্বের বেদনা
অসহয্য প্রসব বেদনায় কাতর
রক্তস্রোতে রাজপথ রঙ্গীন বাসর
তবুও পাগলি টা ও মা হয়েছে!
নয় মাস পেটে ধরেছে বিষাক্ত বীজ
পারেনি ফেলে দিতে সেই অবাঞ্ছিতা
নর পশু কখন কোন ভোরে
মেতে উঠেছিল লালসার উৎসবে
ক্ষনিকে অগ্নিঝরা ঘর্ষনে
ধরনি কি করেনি মাথানত?
জ্বলন্ত অগ্নিশিখা জ্বলছে ধুকে ধুকে
করছে শিশুটি আত্ম চিৎকার
ধরনী দেখ চক্ষু মেলিয়া
স্রোষ্টার আরস ভাঙ্গিয়া
অস্রুজল বেয়ে পড়ছে ধারায়
স্রোষ্টা যেন নগ্ন নয়নে চাহিয়া
তবুও পাগলি টা ও মা হয়েছে!
#দয়াকরে_কপি_করা_থেকে_বিরত_থাকুন।
https://www.facebook.com/uttamkn
সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০১৭ রাত ৮:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




