অন্তদহন
উত্তম কুমার নাথ
সিগারেট এর আগুন জ্বলছে
ঠোঁট আস্ত আস্ত কলো হচ্ছে
চুম্বন আজ যেন ফেকাসে
তৃপ্তিরা অতৃপ্ত হয়ে উঠছে!
তবুও প্রহর গুনি ভালোবাসার
বুকের মাঝে চলছে জীবনের হাহাকার
প্রতারণার ব্যাঞ্জনায় ছিন্নভিন্ন মন
তবুও ছুটে চলি আগামীর প্রাণপন!
প্রকৃতির খেলায় আজ আমি নির্স্ব
প্রতিকুলতা যেন পিছু ছাড়ে না
প্রতিবন্ধকতার দেয়াল ডিঙ্গিয়ে
তুমি কি আসতে পার না!
তোমার সাথে কেটেছে কত প্রহর
কাটায়েছি কত নির্রঘুম রাত
হয়নি কি মনের মিলন
না কি ছিল শুধু অন্তদহন!
বারে বারে ছুটে যাই তোমার স্মৃতিতে
অন্ধের মত খুজে বেড়াই হাতড়ে
মলিন চোখ গুলো আজো কাঁদে
অশ্রুজল শুকিয়ে গেছে নিরবে।
ব্যাথা ভরা হৃদয় নিয়ে
ঘুরছি অন্তহীন অনন্ত পথে
তবুও ভুলতে পারিনা স্মৃতিগুলো
প্রিয়, এসো, একটু জড়িয়ে ধর।
#দয়াকরে_কপি_করা_থেকে_বিরত_থাকুন।
https://www.facebook.com/uttamkn
সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০১৭ রাত ৮:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




