
***পিঠা উৎসব***
উত্তম কুমার নাথ
ঢেঁকি কুর কুর ঢেঁকি কুর কুর
ঢেঁকি বান্ধে মোর প্রিয়া
নতুন চালের পিঠার উৎসব
প্রিয়া আমার করছে হেলিয়া দুলিয়া
ঢেঁকি নাচে প্রিয়া নাচে
তার সাথে নাচে মোর হিয়া
খোলা চুল দুলছে বাতাসে
ঢেঁকির তালে তালে
প্রিয়ার বক্ষ যেমন উন্নত
চোখ যায় বারে বারে
দেখে মন বিহ্ললিত হই
চোখ সরাতে পারি না যে
প্রিয়ার কোপলে ঘামের ছায়া
পরম মমতায় মলিন মায়া
তবুও সে করছে উচু নিচু
চালে গুড়োয় বানাবে পিঠা
সেই আগ্রহে লাজুক চোখে
প্রিয়ার নরম কোমর দোলে
মিটি মিটি হাসির ছলে
তাকায় আমরা মুখ পানে
সন্ধ্যা গড়াতেই পিঠার আয়োজন
পিঠা কখন পাবো হাতের কাছে
না না পিঠা নয়, প্রিয়ার হাতের ছৌঁয়া
লাজুক চোখে একটু আনাগোনা
ভালোবাসার তৃষ্ণা জেগেছে প্রিয়া
হিমেল হাওয়া করছে মন চঞ্চল
তোমাতে আমাতে হতে একাকার
মনের শব্দগুলো চাড়ছে নিঃস্বাস!
সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




