***স্বপ্ন***
উত্তম কুমার নাথ
স্বপ্ন দেখি বার বার
প্রতিনিয়ত ভেঙ্গে হয় চুরমার
স্বপ্নপুর থাক দূরে দেখতে চাই না আর
তবুও পিছু ছাড়েনি আমার।
তোমার আশায় গড়িয়াছি অলিক সুখ
সে সুখে ছুটে চলছি অনন্তপথ
প্রতিনিয়ত ভাংছে রাতদুপুরের ঘুম!
দেখছি নয়ন জুড়ে স্বপ্নীল হাহাকার
বেঞ্জনাগুলো করছে বঞ্চনার উল্লাস
অলিক সুখের আসায় স্বপ্ন দেখছি বার বার
বাস্তবতা বড়ই নির্মম প্রতিবিম্ব!
রঙ্গীন স্বপ্নগুলো আজ বিষাদের অভাস
বিবর্ণ হয়ে উঠছে জীবন আমার
রক্তিম সূর্য্যের আলো দূরে সরে যাচ্ছে
অন্ধকারে স্বপ্নগুলো চোখের কোনে ভাসে।
বিদীর্ণ বিষাদের হচ্ছি ছিন্নভিন্ন
প্রকৃতির চরম প্রতিকুলে সহবাস
তৃপ্তি হারাচ্ছে প্রতি নিঃশ্বাসে
স্থুলো হয়ে আসছে অপার বিশ্বাস।
স্বপ্নগুলো আজ করছে প্রবঞ্চনা
দুঃখ গুলো করছে উল্লাস
বেদনার রং এ রঙ্গীন' হচ্ছে রংধনু
তাই আজ তোমাতে নতজানু।
রাতের স্বপ্নগুলো দেয় না ধরা
এ যেন প্রকৃতির প্রবঞ্চনা
বক্ষে আজ বিষাদের সুর
স্বপ্ন তুমি দূর বহুদূর!
#দয়াকরে_কপি_করা_থেকে_বিরত_থাকুন।
https://www.facebook.com/uttamkn
সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




