***অপেক্ষার প্রহর***
স্বর্ণালী ভোরে জীবনের জলছায়া
কেটেছে প্রহর বিনিদ্র রাত্রী
ভাবি মনে মনে কি দিলাম পৃথীবিকে
হয়নি বলা স্বপনীল স্বপ্নছায়া
প্রকৃতির নিয়ম বড়ই নিস্ঠুর
করেনি ক্ষমা অতিতের ভুল
জীবন চলার পথ বড়ই বন্ধুর
নিমগ্ন চিত্তে চলছি
খুজছি সুধরানো সেই ভুল
স্বার্থের কষাঘাতে মন আজ ভগ্ন
তিল তিল করে গড়ে উঠা স্বপ্ন
নিমগ্নতায় হচ্ছে ভঙ্গ
দিচ্ছে আগামীর ডাক
কানে কানে বলছে
উঠ, জাগো, পাড়ি দিতে হবে অনেক পথ
পৃথীবি তোমার দিকে তাকিয়ে আছে
নতুন দিনের অপেক্ষায়!
#দয়াকরে_কপি_করা_থেকে_বিরত_থাকুন।
সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




