আমার ক্ষুদ্র জ্ঞান, মানুষের মাঝে তবু যেতে লজ্জ্বা পাইনা।
আমি জানি, আমার চেয়েও কম জানা লোক আরামে আয়েশে বুক ফুলিয়ে দিন কাটাচ্ছে আর মোছে তা দিয়ে তাকে তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর করার ধান্ধায় মাথার মধ্যে ফন্দি আটছে। তারা যে খারাপ তা বলছিনা।BUT তারা কার্যকরী ও সুযোগের সদ্বব্যবহারকারী।
আমি তাদের স্যালুট করি, মনে বলি সালাম ভাই -বেরাদর।
কিন্তু আমি আসতে চাই আমাকে নিয়ে নেমে পড়তে, বিভিন্ন আঙ্গেলে নিজেকে দেখতে চাই, আর হেটে যেতে চাই আঁধারের ভিতর, কত গভীর তুই?
আয় দেখি!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




