সে অনেক আগের কথা, কিং আর্থার নামে এক রাজা পার্শবর্তী দেশের রাজার কাছে হেরে গেল। অতঃপর সেই রাজা কিং আর্থারের নিকট একটি শর্ত রাখলো। হয় একটি প্রশ্নের উত্তর দাও নয়তো মৃত্যুদন্ড ভোগ করতে হবে। কিং আর্থার এতে রাজী হয়ে গেল। প্রশ্নটি হচ্ছে, “মেয়েরা প্রকৃতপক্ষে কি চায়?” যদিও প্রশ্নটি কিং আর্থারের জন্য মোটেই সহজ ছিল না, তবুও মৃত্যুর ভয়ে সে রাজি হয়ে গেল। এক বছরের মধ্যে এই প্রশ্নের উত্তর দিতে হবে।
এক বছর ধরে সে সারা দেশে ঘুড়তে লাগলো বিভিন্ন মানুষের কাছে এই প্রশ্নের উত্তর পাবার জন্য। অবশেষে এক ডাইনি বুড়ি বললো, যে সে এই প্রশ্নের উত্তর জানে। কিন্তু এক শর্তে সে এই প্রশ্নের উত্তর দিবে, শর্তটি হল, কিং আর্থারকে ঐ ডাইনি বুড়িকে বিয়ে করতে হবে। আর্থার তো ব্যপক চিন্তায় পরে গেল। একদিকে মৃত্যুদন্ড, অপর দিকে কুতসিত বুড়িকে বিয়ে। অনেক চিন্তার পর মৃত্যুর ভয়ে বিয়ে করার সিদ্ধান্ত নিল। তখন বুড়ি উত্তর জানালো,”মেয়েরা আসলে চায় তাদের নিজের জীবন নিজের মত করে চালাতে” এই উত্তরটি পার্শবর্তী দেশের রাজাকে জানিয়ে কিং আর্থার মৃত্যুদন্ড থেকে রেহাই পেল।
এখন রাজার সাথে ডাইনির বিয়ে হল। বিয়ের পর বাসর রাতে কিং আর্থার দেখে তার বিছানায় অপূর্ব সূন্দরী এক কুমারী বসে আছে। তখন তরুনীটি রহস্য ফাস করে জানায়, সে দিনের অর্ধেক সময় কুতসিত বুড়ি আর বাকি অর্ধেক সময় সুন্দর রমনী হয়ে থাকে। সে কিং আর্থারের নিকট প্রশ্ন ছুড়ে দেয় যে কি চায়?
“দিনের বেলা ডাইনী আর রাতের বেলা সুন্দরী” নাকি “দিনের বেলা সুন্দরী আর রাতের বেলা ডাইনি”।
এখন ২য় অপসন গ্রহন করলে সে বন্ধু-প্রতিবেশির নিকট নিজের সুন্দর স্ত্রী প্রদর্শন করতে পারবে।
আর ১ম অপসন গ্রহন করলে সে দিনের বেলা কুতসিত বুড়িকে বহন করলেও রাতের একান্ত মূহুর্ত কাটাতে পারবে সুন্দর স্ত্রীর সাথে।
এখন পাঠকবৃন্দ কিং আর্থারের উত্তর জানার পুর্বে বলুন, আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে কোন অপসনটি বেছে
নেবেন? আর যদি মেয়ে হয়ে থাকেন তাহলে আপনি কী চান আপনার স্বামী কোনটি অপসনটি বেছে নিক?
--
--
--
--
--
--
--
--
--
--
--
কিং আর্থার জবাব দিল “তোমার যা ইছা” কারন সে জানতো, “মেয়েরা আসলে চায় নিজের জীবন নিজের মত করে চালাতে”। সুন্দরী বললো, “আমি চাই সারাজীবন অনিন্দ সুন্দরী হয়ে থাকতে”। অতঃপর কিং আর্থার সারাজীবনের জন্য সুন্দরী স্ত্রীর সাথে সূখে-শান্তিতে জীবন যাপন করতে লাগলো।
MORAL:
The moral is...
1) there is witch in every woman no matter how beautiful she is!
2) If you don't let a woman have her own way, things are going to get
ugly
“মেয়েদেরকে তাদের মত করে থাকতে দিয়ে মানিয়ে নাও, তাহলে সূখে-শান্তিতে জীবন যাপন করতে পারবে”।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



