ইভ টিজিং নিয়ে অনেক সভা-সেমিনার হয়ে থাকে কিন্তু সবচেয়ে দুঃখজনক কথা হচ্ছে আমাদের সমাজে সামাজিকভাবে ইভ টিজিংকে উতসাহিত করা হচ্ছে।
যে সমাজে ছোট ছোট ছেলেমেয়েরা গুন গুন করে গায়, "ও টুনির মা, তোমার টুনি কথা শুনেনা", "চুমকি চলছে একা পথে, সংগী হতে দোষ কি তাতে", যে সমাজে বড় বড় বিলবোর্ডে আবেদনময়ী ভংগীতে মেয়েদের ছবি প্রচার পায়, সেই সমাজে ইভ টিজিং হবে না এমনটি আমরা কিভাবে আশা করতে পারি?
সচেতন পাঠক সমাজের কাছে আমার প্রশ্ন, আমি যদি বিলবোর্ডের মেয়েটির দিকে লালসাপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকি তাহলে সেটা কি ইভ টিজিং?
রাস্তায় চলা কোন মেয়েকে যদি আমি বলি, "তোমার জন্য মরতে পারি, ও সুন্দরী তুমি গলার মালা, এই নাও তোমার জন্য আনছি আরসি কোলা, কন্যা ফিরা চাও", এটা কি ইভ টিজিং?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



