[ এটি একটি বাজে পোস্ট। নিজ দায়িত্বে পড়বেন! ]
দিনের ছায়ায় খুঁজিও গো মোরে
বিনিদ্্র যামীর আমি চিরসাথী
নক্ষত্রের ফুল হাতে নিয়ে
তিল তিল আশা ভালোবাসা গাঁথি
দিনের হাজার কাজের ভিড়ে
আমার হদিশ যদিবা হারায়
সুরে, ছন্দে , আমার গাঁথায় ,
কবিতায় , গানে খুঁজিও আমায়!!
1991
ঢাকা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


