বর্ণার সাথে রাজনৈতিক কথোপকথনের পরবর্ত ী পর্ব গুলো না লেখার অন্যতম কারন। কেউই ঠিক নিশ্চিৎ নয়, এর পর গুটি কোনদিকে আগাবে! মঙ্গলাদি , ঝোপকা , অথবা পরীক্ষীত বন্ধু, বড়দা .....কে যে কোনদিক দিয়ে ল্যাং মারবে!!! এরা প্রত্যেকেই নিজ নিজ স্বার্থে ভিন্ন আবার সকল স্বার্থই বাংলাদেশের আপামর মানুষের বিরুদ্ধে।
ভূমির নিচের প্রাকৃতিক সম্পদ আবার ভূমির ভৌগলিক অবস্থানের কারনে "রাজায় রাজায় যুদ্ধ করে, বাংলাদেশের প্রাণ যায়"।
এত গেলো চাচা, মামা, খালা, ফুপিদের কুপি জ্বালানো মানবতা আর 'ঘন' ' তান্ত্রিক' স্বচ্ছতার নামে ব্যবসা কুক্ষিগত রাখার লড়াই। দেশের ভিতরের ত্যানা আর বুদ্ধি ব্যবসায়ীদের খবর? ক্ষমতাসীনরা প্যান্ডোরা খুলেছে। ফ্যানাটিক এককভাবে জনসমর্থনহীন। সামরিক শাসন মানবে না কেউ.......থাইল্যান্ডের সাথে পার্থক্য হলো, দেশের মফস্বলী রিকশা ওয়ালারাও রাজনৈতিক সচেতন!!!
অতএব উপায়? নৌকা ভয় মিশ্রিত কেনা কাটায় বাঁধা। ধান তো লাগবেই, চাচাত , মামাত, খালাত, ফুপাত ভাই বেরাদরদের খাওয়া নিশ্চিত রাখতে। একটা সাত চড়ে রা কাড়ে না, শাড়ি - গয়না ঘুষ পেলেই খুশি ঘর সরকার কে না ভালোবাসে?
কিন্তু একটা বিবাহ অনুষ্ঠান তো চাই। পালিয়ে বিয়ে তো আজকাল চলে না। আড়ালে আবডালে , কাজী সাহেব কি পড়িয়ে নিয়েছেন, সে যাই হোক, আমনে সামনে একটা অনুষ্ঠান না হলে তো নয়।
তাই বিয়ের কথা পাকা চলছে। দেন মোহর নিয়ে দর কষাকষি। চলছে ' সংলাপ' ।
আমি কিছুতেই ভেবে পাচ্ছিলাম না,একটা গ্রহনযোগ্য লোক কি করে তৈরী হবে? সুশীল সমাজের চালটা তো হালে পানি পেলো না!!! এদিকে , সম্ভাব্য রাজনৈতিক ব্যক্তিত্ব কাউকেই নিষ্কলুষ বলা যায় না, যার বিরুদ্ধে বড় বড় চাঁই অথবা 'মুকখু' জন গণ খেপে নাই।
অবশেষে উত্তর মিললো। সর্বজন গ্রাহ্য একটা লোক পাওয়া গেলো যে আগে থেকেই চাচাদের কেনা গোলাম। দারিদ্্র যারে করেছে মহান এবং কোটি কোটি কোটি টাকার ব্যবসার মালিক!!! যাক, তত্ত্বাবধায়ক সরকার বা ' বলা যায় না' হয়ত পরবর্ত ী " নির্বাচিত" ( !!!!!!!) সরকারের প্রধান মনে হয় পাওয়া গেলো...........মানে বানানো হলো!!!!
ওয়াও। কিসের শেক্সপেয়ার , কিসের রবি কবি ......সব গবি........আসল নাটক লেখে তো থিঙ্ক ট্যাঙ্ক!!!!
ওয়াও!!!
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



