যতটা চিনে ফেললে তোমার এই খবরটা পেয়ে ভালো লাগবে যে
এই একটু আগেই আমার মৃত্যু হয়েছে!
আমাকে এতটা জানার চেষ্টা করো না
যতটা জেনে ফেললে তোমার এই খবরটা পেয়ে ভালো লাগবে যে
আমাকে ধর্ষন করে ফেলে গেছে অগনিত সুঠাম যুবক!
আমাকে এতটা বুঝে চেষ্টা করো না
যতটা বুঝে ফেললে তোমার এই খবরটা পেয়ে ভালো লাগবে যে
গুলশানের আলিশান উঠানে পাওয়া গেছে আমার পিছমোড়া নগ্ন দেহ!
আমাকে এতটা দেখার চেষ্টা করো না
যতটা দেখে ফেললে তোমার এই খবরটা পেয়ে ভালো লাগবে যে
মিরপুরের কোন নর্দমায় আমি ছিলাম ৪৯ টুকরো হয়ে পড়ে।
আমাকে এতটা ভালোবাসার চেষ্টা করো না
যতটা ভালবেসে ফেললে তোমার এই খবরটা পেয়ে ভালো লাগবে যে
আজই তোমার ডিভি- ২০০৮ এর চিঠিটা এসে গেছে।
বরং ক্যারোলিনাকে খবর দাও!
ও এসে আমার সৎকার করুক ।
আমাকে চিতায় চড়িয়ে উৎযাপন কোরো তোমার দেশপ্রেমের বারবিকিউ!
ঢাকা
২০০৬
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



