"খুব চালাক তুমি"
জানো, "কখন কি ভাবে কি করতে হয়"
অভিজ্ঞ মাছশিকারী । সিদ্ধ হস্ত বুমেরাং এও!
ভালোই জানো, কতটুকু সুতা ছাড়তে হবে,
কতটুকু বাঁধবে অবহেলায়।
এখনও রাগ রাগিনী । [ এবং আমি খেলুড়ে নই!!!]
ভৈরবীর কোমল 'রা', কড়ি 'মা'তে চোখ রাখা!
জানি না, 'বিস্তার' কোথায় নেবে সুর।
তানপুরায় তারগুলো কষে বেঁধে
কান রাখি তোমার কন্ঠে!!!
দূরের আলাপনে তারায় তারায় মুদ্্রা সিঞ্চন !
হয়ত কখনও টানবে ছিপ জোরে
হ্যাচকা টানে আজন্ম চেনা জলের সংসার-
ছিটকে যাবো তোমার বুকের খাঁচায়!
তখন তোমার বঁড়শি গাঁথা আমার পেটে
বুকের ভিতর ছিন্ন ভিন্নফুসফুস-
তোমার নামে গমকে গমকে রক্ত !!!!
[অমন করুণ মৃত্যু না চাইলে ফেরা উচিৎ, এখনি!]
কেন জানি মনে হয়, জীবনের শেষ কটা নি:শ্বাস
তোমার গলা জড়িয়ে , হাসতে হাসতে, খারাপ লাগবে না!
তুমি খেলে যাও!!
শিকারে নাম লেখাও জিম করবেটের পাশেই।
পারলে আমার মাথাটা ঝুলিও তোমার ফায়ার প্লেসে!
তবে কেটে নেওয়ার আগেই -
অন্ধকারে তলিয়ে যেতে যেতে
আমি ঠিক চুরি করে নেব একটা চুমু!
আলতো আর অনেক দীর্ঘ
তোমার নিষ্ঠুর হাসিমুখ থেকে
আমার আজন্ম কাঙাল ঠোঁটে!
13 ই ডিসেম্বর 2006
ঢাকা
[ ঃ "তোমাকে অনেক কষ্ট পেতে হবে"
ঃ "কে দেবে? তুমি? " ]
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৮:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



