তোমায় পেলেই তোমার চুলে বেলীর মালা শুকিয়ে নেব
নামী দামী সব শ্যাম্পু যত, সস্তা দরে বিকিয়ে দেব!
তোমায় পেলেই তোমার নেশা মদের মত দেশী চালাই
তোমায় পেলে শুধুই তুমি সাজসজ্জার নেইকো বালাই!
তোমায় পেলেই তোমার গায়ে নীল শাড়িটা জড়িয়ে দেব
নাকে, কানে, খালি হাতে ফুলের গয়না পড়িয়ে দেব ।
জমিয়ে রাখা সবটা প্রেমে আমায় তুমি ডাকলে কাছে
তোমায় পেলেই তোমায় আমার অনেক কথা বলার আছে!
তোমায় পেলেই মুছব এ চোখ অসাবধানী আঁচল টেনে
তোমার বুকেই সকল শোক বিসর্জনী বাদ্য শুনে।
খাবার শেষে হাত ধোয়া জল মুছব তোমার উড়না মেলে
তোমায় পেলে পেয়েই যাব আকাশ তারা উড়াল দিলে।
তোমায় পেলেই বউ আলতা তোমার পায়ে পড়িয়ে দেব
আলতো করে বুকের ভেতর তোমায় আমি গড়িয়ে নেব।
তোমায় পেলে ভুলেই যাব আকর্ষণের চোখ ধাঁধানি
আদর মেখে শুনেই নেব একঘেয়ে গান ঘুমপাড়ানি।
তোমায় পেলেই চুলের খোঁপা দিনদুপুরে গুড়িয়ে দেব
খোলা চুলের মেঘগুলোতে চিরুনী আঙুল বুলিয়ে নেব!
তোমায় পেলেই গুনে দেখব এক জীবনের ভুলগুলো সব,
দুজনার নির্জনতার সস্তা দরে বেচেই দেব সব উতসব!
তোমায় পেলেই রাতদুপুরে বুকে জমা অনুভূতি
কাব্য হবার জন্য আবার চাইতে আসবে অনুমুতি।
তোমায় পেলে ভুলেই যাব লিখন লেখা শিখন শেখা
তোমায় পেলে দুজন মিলে হয়েই যাব একলা একা!
তোমায় পেলেই আমায় আমি আমার থেকে সরিয়ে নেব
অপরাধী আমিটুকুকে তোমার কাছে ধরিয়ে দেব!
তোমায় পেলে ভুলেই যাব ব্যাক্তিত্বের চোখ রাঙানি,
এই আমিকে বিদেয় দিয়ে, আবার হব আমার আমি!
তোমায় পেলেই যে ছেলেটা কবিতা শোনাত রোজ
হয়েই যাব তেমন ছেলে তারপর, ‘নিখোঁজ!’
তোমায় পেলেই জানি আমি খোঁজার এখনও বাকি আছে
কাজল জলে আমার জন্যও চোখ ভেজানোর আঁখি আছে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


