ব্লগ লিখছি আজই প্রথম...আর দু্র্ভাগ্য যে শুরু করতে হলো এমন মর্মান্তিক একটি বিষয় দিয়ে । বিডিআর বিদ্রোহের ব্যাপারে সত্য-মিথ্যা, কানাঘুষা এবং গুজব মিলিয়ে শোনা যাচ্ছে অনেক কিছুই । কী সত্য এবং কতটা সত্য তা হ্য়তো সময়ই বলে দেবে, কিন্তু আমার প্রশ্ন হলো ---
১। যারা হারালেন আপনজনদের, তাদের ক্ষতিপূরণ কি আদৌ সম্ভব?
২। কী অপরাধ ছিলো ১২ বছরের শিশু মেয়েটির এবং অন্তঃসত্বা মহিলাটির?
এমন কোন যুক্তি কি থাকা সম্ভব যা এই হত্যাকান্ডকে justify করে?
কেউ কি জোর দিয়ে বলতে পারবেন, কেন হত্যা করা ছাড়া সমস্যা সমাধানের আর কোন উপায় ছিলো না?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




