এক.
আভিজাত্য আর স্বতন্ত্র হওয়ার আকাঙ্খায় থেকেছে তাহারা, তাই আমি আর কোন অঞ্চলে যাবো না কখনোই। এর চেয়ে ভালো নিজের গভীরে অন্তর্গত থাকা। মানুষের সাথে আর আজকাল কথা কওয়া হয় না...আমার চারপাশে সব অভিজাত পোশাকেরা ঘোরাফেরা করে। তাদের সুতায় সুতায় রয়েছে লেখা বুননের নীতিমালা। যারে ভুল করে নতুন বুনোট দিলে পাল্টে যাবে পরিচয়, বিদেশী বনিক ছুড়ে ফেলে দেবে হয়তো আস্তাকুড়ে।
এই ভয় কাজ করে পোশাকের আভিজাত্যে...
দুই.
চুপচাপ তবে আগের মতোই থাকি...কারো কোন কথা পর্দা পেরিয়ে আমার কানে পৌছবে না, এমন একলা থাকনের রীতিটাই ভালো।
তিন.
আমি বাংলাকে আবারো ভেঙে ফেলি এই সুযোগে। ইতিহাসের নতুন নির্মাণ করেছি অনায়াশে। যারা যারা ফ্যাসিজমে ছিলো তারা সব কীটের অধম। সময়ে তাহারা অনেক ক্ষমতা ধরেছিলো যদিওবা, কিন্তু ইতিহাসের হার্ডল পেরোলেই তারা হয়েছে আবর্জনার সম...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




