এক.
তবে আমি একা রয়ে যাই,
একা থেকে ভুলে যেতে চাই
কোনকালে এইখানে মানুষের বাস
ছিলো, এইখানে মানুষেরা পাশাপাশি
হাত ধরে হেটে যেতো বহুদূর কোন
নদীর কিনারে...যাহার স্রোতের টানে
তারা বিভাজিত হয়, আর
একা একা হয় ক্রমাগত...
দুই.
তুমি যদি একা হও তবে,
একাই চলেছে দেখি ঝুলন্ত বাসেরা
বিদ্যুতের সঙ্গ ভুলে তারা
কখনো যদিও ঝরে পড়ে নাই এই
ধরণীতে; ধরে নিতে হয় কারো কারো
ভালোবাসা রয়ে যায় একা
একাকীত্বের মোড়কে...
তিন.
তবু আমি একা রয়ে যাই
একা থাকাটারে ঘৃণা ভরে ভালোবেসে...
হায়রে দোটানা!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



