আসছে ২০১১।
তাই শ্রদ্ধেয়, প্রিয় ও স্নেহের (যদি আমার থেকেও পিচ্চি কেউ থাকো) ব্লগারগণ, সকলের শুভ কামনা চাই।
যেন নিশ্চিন্তে এইচ এস সি বৈতরণী পার হতে পারি।
যেন ভর্তি কোচিং এর চাপে চ্যাপ্টা না হয়ে যাই।
যেন ভর্তি পরীক্ষার সময় টয়লেটে না ঘর করি।
যেন .....
... আর যেন আজকের মত বছর শেষে না বলতে হয়, ২০১০, অনেক জ্বালালি, এবার বিদায় হ।
নতুন কে পাবার জন্য যে আর তর সয় না।
(সকলের নতুন বছর সুন্দর কাটুক)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




