আমি যদি শীতের পোশাক হোতাম তোমার
আমাকে জড়িয়ে গায়ে
উষ্নতায় ভরে উঠত তোমার সারা শরীর।
স্নিগ্ধ, কোমলতায় ভরা তোমার সারা সারা অঙ্গ
আছাদিতো হতো আমাকে দিয়ে
আমার শরীরকে তোমার শরীরে
শক্ত করে চেপে ধরতে তুমি
উষ্নতায় ভরে উঠতাম দুজনে,
মুক্তি পেতাম শীতের জড়তা থেকে।
তোমার কোমল বুকের উপর মাথা রেখে
শিহরিত হতাম বার বার।
তোমার বুকের ভিতর যে শিতল হৃদয় আছে
আমার মন যদি পউছে যেতো সেখানে,
তোমার মন এ আমার মন
আমার মন এ তোমার স্পন্দন
মিলেমিসে একাকার হয়ে যেত যদি
উষ্নতায় ভরে উঠতাম দুজনে।
তাহলে অসিম আকাশে আমদের মন কে
খুজে পেত না কেউ কখনো।
দুটি নদির একিই স্রতধারের মত
আলাদা করা যেত না আমাদের।
আমি যদি শীতের পোশাক হোতাম তোমার
আমাকে জড়িয়ে গায়ে
উষ্নতায় ভরে উঠত তোমার সারা শরীর।
কেঁপেঁ কেঁপেঁ উঠত আমার হিদয়
এক অনন্ত অনুভৃতিতে ।
সৌমিত্র বিশ্বাস

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



