জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক শিল্পমন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী বলেছেন, গত 27 অক্টোবর থেকে দেশে লাঠিতন্ত্রের দৌরাত্ম্য চলায় রাজনীতি, অর্থনীতি, শিল্প, ব্যবসা-বাণিজ্যসহ ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার ব্যাপক ক্ষতি হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেশপ্রেমিক ছাত্র ফোরামের উদ্যোগে মগবাজার আল-ফালাহ মিলনায়তনে 'রাজনৈতিক সহিংসতা ও শিক্ষা ব্যবস্থা' শীর্ষক এক আলোচনা সভায় তিনি প্রধান অতিথি ছিলেন। মাওলানা নিজামী বলেন, যে সমাজে রাজনৈতিক সহিংসতা বিরাজ করে সেখানে ছাত্র-ছাত্রীদের লেখাপড়া, দেশের উন্নয়ন ও উৎপাদনের পরিবেশ থাকতে পারে না। তিনি রাজনৈতিক সহিংসতা, অসুস্থ ও অপরাজনীতির কবল থেকে দেশকে মুক্ত করার জন্য দেশের ছাত্র সমাজকে এগিয়ে আসার জন্য আহবান জানান।
সভায় অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক মুজাহিদুল ইসলাম, ছাত্র-শিবিরের সভাপতি শফিকুল ইসলাম মাসুদ, ফোরামের আহবায়ক আখতার হোসেন ও যুগ্ম আহবায়ক আবু তালিব মন্ডল বক্তব্য রাখেন।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



