দেশী প্রজাতির মাছের বংশ রক্ষা এখন বাংলাদেশে খুব কঠিন হইয়া উঠিয়াছে। এক সময় হাওর-বাঁওড়, বিল-ঝিল, নদী-নালা, পুকুর, খানাখন্দের দেশ ছিল বাংলাদেশ। এ সমস্ত জলাশয়ে তো বটেই পানিতে ডুবনত্দ ধানক্ষেতেও অসংখ্য প্রজাতির মাছ প্রাকৃতিক উপায়ে জন্মাইত। তখন দেশে লোকসংখ্যাও ছিল কম। মাছ পাওয়া যাইত প্রচুর। কৈ, শিং, মাগুর, চিতল, আইড়, বোয়াল, পাঙ্গাশ, শোল, গজার, পাবদা, বাঘৈর, কালি বাউশ, রম্নই, কাতলা, মৃগেল, রানি, খলিশা, বেলে, গুলসা, পুঁটি, রয়না, টেংরা, ফলি, টাকি, মলা, বাতাসীসহ কত প্রজাতির যে মাছ ছিল বাংলাদেশে তাহার ইয়ত্তা নাই। তবে বেশী মাছ পাওয়া যাইত বৃহত্তর ময়মনসিংহ ও বৃহত্তর সিলেটের হাওর, বাঁওড় ও বিলাঞ্চলে। অবশ্য তখন এ হাওর-বাঁওড়, বিল ও নদীগুলিতে সারা বছর পানি থাকিত। ফলে দেশের সমসত্দ জলাশয় ছিল মাছের খনি। মানুষেরা মাছ খাইয়া শেষ করিতে পারিত না। ইহার সঙ্গে ছিল চিংড়ি ও নদীর ইলিশ মাছ। বস্তুত সে কারণে দেশের লোকদের বলা হইত মাছে-ভাতে বাঙ্গালী। বলাবাহুল্য, এ মাছগুলি ছিল দেশী প্রজাতির। তখন কেহ সমুদ্র হইতে মাছ ধরিত না। দেশে বিদেশী মাছও আসিত না এবং আসার প্রয়োজনও পড়িত না।
দেশী প্রজাতির মাছ সংক্ষণ আবশ্যক
প্রকৌশলী এবং অসততা
যখন নব্বইয়ের দশকে ইঞ্জিনিয়ারিং পড়ার সিদ্ধান্ত নিলাম এবং পছন্দ করলাম পুরকৌশল, তখন পরিচিত অপরিচিত অনেকেই অনেকরকম জ্ঞান দিলেন। জানেন তো, বাঙালির ইঞ্জিনিয়ারিং এবং ডাক্তারিতে পিএইচডি করা আছে। জেনারেল পিএইচডি। সবাই... ...বাকিটুকু পড়ুন
ইউনুসের উচিৎ ভারতকে আক্রমন করা , বিডিআর হত্যাকান্ডের জন্য
ইউনুসের উচিৎ ভারতকে আক্রমন করা , বিডিআর হত্যাকান্ডের জন্য
পহেল গাঁয়ে পাকিস্থানি মদদে হত্যাকান্ডের জন্য ভারত পাকিস্থানে আক্রমন করে গুড়িয়ে দেয় , আফগানিস্থান তেহেরিক তালেবানদের মদদ দেওয়ার জন্য, পাকিস্থান... ...বাকিটুকু পড়ুন
আমি ভারতকে যাহা দিয়াছি, ভারত উহা সারা জীবন মনে রাখিবে… :) =p~
আমি ভারতকে যাহা দিয়াছি, ভারত উহা সারা জীবন মনে রাখিবে… :) =p~

ইহা আর মানিয়া নেওয়া যাইতেছে না। একের পর এক মামলায় তাহাকে সাজা দেওয়া... ...বাকিটুকু পড়ুন
এমন রাজনীতি কে কবে দেখেছে?

জেনজিরা আওয়ামী লীগের ১৬ বছরের শাসনামল দেখেছে। মোটামুটি বীতশ্রদ্ধ তারা। হওয়াটাও স্বাভাবিক। এক দল আর কত? টানা ১৬ বছর এক জিনিস দেখতে কার ভালো লাগে? ভালো জিনিসও একসময় বিরক্ত... ...বাকিটুকু পড়ুন
মুক্তিযুদ্ধের কবিতাঃ আমি বীরাঙ্গনা বলছি

এখনো রক্তের দাগ লেগে আছে আমার অত্যাচারিত সারা শরীরে।
এখনো চামড়া পোড়া কটু গন্ধের ক্ষতে মাছিরা বসে মাঝে মাঝে।
এখনো চামড়ার বেল্টের বিভৎস কারুকাজ খচিত দাগ
আমার তীব্র কষ্টের দিনগুলোর কথা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।