জানতে চাস্ তুই কেমন আছি
এইতো সব যেমন চল্ছে তেমনি আছি;
কাক কর্কশ কা-কা করে,
গান গাইতে কোকিল এখন নিমরাজি,
তারচে বড় কথা এখন বলব কিনা
তোর কানেও এসব আরাম দেবে কিনা
তবু বলি মুক্তিযোদ্ধা এঁটো ভাতের ঝোল চাটে,
বলতে গেলে এসব কথা টেলিফোনে
ওদিক থেকে কর্তা আবার ওঁৎ পাতে
পাতলেই বা কি- বলতে বড় ইচ্ছে করে,
সেদিন যারা রাজপথে ওই রাজার হালে
ঘুমের সময় চট বিছালো অথবা ওই নগ্ন যারা-
ঘুমিয়ে ছিল পথের উপর
পথটা ছিল উলঙ্গ আর বিস্তৃত বেশ,
পউষ মাসের হাড়কাপানো শীত আসন্ন
এখন যদি ভালবাসার কথা লিখি পাতা ভরে
হীমকুয়াশা ঘুম ভাঙাবে উলঙ্গদের
আমার আর তোর ঘুম ভাঙানি কে হবে রে?
জানতে চাস্ তো কেমন আছি!
এইতো আছি, খাচ্ছি-দাচ্ছি, ঘুম ঘুমাচ্ছি,
মনটা শুধু ঘুমায়না আর খায়না কিছুই - অনাহারী।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





