অনেক আগে থেকেই ব্যবহার করতাম ওয়ারিদ। ঢাকার বাইরে নেটওয়ার্ক সুবিধার না হলেও ঢাকার মধ্যে কাজ চলে যেত। আর আমার জন্য ছিল পারফেক্ট প্যাকেজ। শুধুমাত্র অল্প কয়েকজন মানুষের সাথে দিনরাত অনবরত কথা বলে যেতাম। অন্য নাম্বারে কল করার প্রয়োজনই পরত না।
কিন্তু এয়ারটেল হয়ার পর থেকে খুব অশান্তিতে আছি। প্রথমেই ৩০ সেকেন্ড পালসটা ৬০ সেকেন্ড বানিয়ে দিল শালারা। আর ইন্ডিয়ান জিনিসের উপর আমার এমনিই কেন যেন এলার্জি। তাও নাম্বার বদলাতে ইচ্ছা করত না বলে এতদিন সহ্য করে এসেছি। কিন্তু আর পারব না। এখন অবশ্যই অপারেটর বদলাব।
কিন্তু কোনটা ভাল হবে বুঝতে পারছি না। আগেই বললাম, আমার খুব বেশি হলে ৬/৭ টা নাম্বারে (অননেট-অফনেট সহ) কথা বলতে হবে অনেক বেশি। আর এর বাইরে খুবই কম।
কোন অপারেটরের কোন প্যাকেজটা ভাল হবে কেউ বলতে পারেন???

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




