ফটোগ্রাফির শখ অনেকদিনের, কিন্তু ভাল ক্যামেরা নাই। বাপকে অনেক পটাইলাম একটা নিকন ডি৩১০০ কিনে দেবার জন্য। পটেও গেল, কিন্তু হঠাৎ একদিন আমার মাথায় আকাশ ভেঙ্গে দিয়ে কিনে আনল একটা স্যামসাং পিএল১২০০
মনটাই ভেঙ্গে গেল। তবু ঐ ক্যামেরা দিয়েই শুরু করে দিলাম ফটোগ্রাফি। সামুতে ছবি দেয়ার ব্যাপারটা আমার আয়ত্তে আসে নাই :!> , তাই ফ্লিকারের লিঙ্কটা শেয়ার করলাম।
প্লিজ, দেখে জানাবেন কেমন লাগল।
http://www.flickr.com/photos/ataus_shafi/
এবার এডিট করে কিছু ছবিও পোস্টে দিয়ে দিলাম

গোধুলী বেলা
লোকেশন: ভাসুবিহার, শিবগঞ্জ, বগুড়া

ঘাসফুল
লোকেশন: বিহারহাট, শিবগঞ্জ, বগুড়া

সূর্যমুখী
লোকেশন: মহাস্থানগড়, বগুড়া

মাকড়সা (হারিকেনের আলোয়)

ঝড়ের পরে ভোর
লোকেশন: বিহারহাট, শিবগঞ্জ, বগুড়া
সময়: সকাল ৬.১৪

ট্রান্সমিশন টাওয়ার
লোকেশন: সামহোয়্যার ইন বগুড়া

চাঁদ দিয়ে তারা আঁকার ব্যর্থ প্রচেষ্টা
(আকাশটা যখন ক্যানভাস আর ক্রেয়ন হল চাঁদ)
শাটার স্পীড: ৮সেকেন্ড

চাঁদ দিয়ে তারা আঁকার ব্যর্থ প্রচেষ্টা - ২
(আকাশটা যখন ক্যানভাস আর ক্রেয়ন হল চাঁদ)
শাটার স্পীড: ৮সেকেন্ড

ভুট্টা

কর্মব্যস্ত গ্রাম্য-বালক
লোকেশন: বিহারহাট, শিবগঞ্জ, বগুড়া

Lazy Dog
(নেড়ি কুত্তার পোর্ট্রেইট)

আবারও ফুল

বিলাসভবন (স্থাপিত: ১৯৪২)
প্রফুল্ল চাকীর (অথবা তার সমসাময়িক অন্য কোন আন্দলনকারীর, ঠিক মনে নেই) বাসস্থান বলে লোকমুখে প্রচলিত
লোকেশন: বিহারহাট, শিবগঞ্জ, বগুড়া
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০১১ রাত ১:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




