গুগল ফেসবুকের সাথে প্রতিযোগিতা ধরে রাখার পথে সবচেয়ে বড় উদ্যোগ নিল গত মঙ্গলবার। এবার গুগল নিয়ে এল “গুগল +” নামে একটি নতুন সোস্যাল নেটওয়ার্কিং সার্ভিস, যার ইন্টারফেস দেখতে অনেকটা ফেসবুকের মতই।
এই সার্ভিসটি আপাতত শুধুমাত্র অল্প কিছু মানুষ ব্যবহার করতে পারছেন। তবে বর্তমান ব্যবহারকারিরা খুব শ্রীঘ্রই আরোও ব্যবহারকারিদের ইনভাইট করতে পারবেন।
কিন্তু ফেসবুকের সাথে গুগল+ এর সবচেয়ে বড় পার্থক্য হল এটি বিভিন্ন গ্রুপের সাথে (গুগলের ভাষায় সার্কলস, যেমন – কলিগ, ফ্যামিলি, ফ্রেন্ডস, একুয়েন্টেন্সেস, ফলোয়িং) আলাদাভাবে যোগাযোগ রাখতে পারবে। গুগল মনে করছে এটি ব্যবহারকারিদের কাছে বেশ জনপ্রিয় হবে। এছাড়াও ভিডিও চ্যাটেরও সুবিধা থাকবে।
গুগল এই নতুন “গুগল+” এর মাধ্যমে তাদের আগের সোস্যাল নেটওয়ার্কিং সার্ভিস, যেমন বাজ বা অরকুটের ব্যর্থতাকে অতিক্রম করে আসার ব্যপারে আশাবাদী।
ভাগ্যক্রমে আমি গুগল+ এর প্রথম সীমিত ব্যবহারকারিদের একজন (গুগলে কর্মরত পরিচিত বড়ভাই জাহিদ সাবুরের মাধ্যমে, তাকে ধন্যবাদ)।
আপনারাও ডেমো দেখতে পারেন “গুগল+” এর ফিচারগুলোর এই সাইটে যেয়ে – google +
গুগল+ এ আমার প্রোফাইল - View this link
সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০১১ ভোর ৫:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




