
কাল উদ্বোধন হতে যাচ্ছে বিসিএস ল্যাপটপ বাজার। শান্তিনগরের ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্সের পঞ্চম তলার পুরোটা জুড়ে যাত্রা শুরু করছে এই কম্পিউটার মার্কেটটি। আইডিবিতে “বিসিএস কম্পিউটার সিটি” এর পর বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এর সরাসরি তত্ত্বাবধানে এটিই দ্বিতীয় কম্পিউটার মার্কেট। তাই কম্পিউটার ব্যবসায়ীরা আশা করছেন আইডিবি-এর মত এটিও হয়ে উঠবে আরেকটি জমজমাট কম্পিউটার মার্কেট। এই মার্কেটটি শান্তিনগর, মগবাজার, কাকরাইল, পল্টন, মালিবাগ, মৌচাক, রাজারবাগ, খিলগাঁও সহ বিশাল এলাকার ক্রেতাদের আগারগাঁও বা এলিফেন্ট রোড যাবার ভোগান্তি থেকে মুক্তি দেবে।
কাল থেকে উদ্বোধন উপলক্ষে আয়োজন করা হয়েছে বিশেষ প্রদর্শনী/মেলা। এই মেলা চলবে ১৩ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত। মেলা ও বিসিএস ল্যাপটপ বাজারের উদ্বোধন করবেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী জনাব আবুল কালাম আজাদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্যমন্ত্রী জনাব মুহম্মদ ফারুক খান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।
মেলায় এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতির এবং চলবে সারারাত। আমি যখন রাত ১১টায় ইস্টার্ন প্লাস থেকে বের হলাম তখনও পুরোদমে চলছিল ডেকোরেশনের কাজ।
এতো গেল গৎ বাধা বুলির পালা। এবার নিজের কথা বলি। গত একটা মাস অনেক খাটাখাটনি করলাম। বিশেষ করে গত ৩ দিন সারাদিন না খেয়ে কাজ করে গেলাম বিসিএস ল্যাপটপ বাজারে শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য। অথচ কাল উদ্বোধনের সময়ই থাকতে পারব না।
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০১১ রাত ১২:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




