অর্ধেক ছুরি
আর একদলা পাথর গলায় নিয়ে
দুই বিপরীত পৃথিবীতে সমান্তরাল আবেগে
বসে থাকে সময়-
সময় যেখানে পৃথকীকৃত
ঘষা কাচে, সেখানে স্ব-অক্ষমতা
আর সঙ্কুচিত "লিমিট" এর বাইরে
প্রচন্ড ঈর্ষায়
রাতের পর রাতে
তোমার আলো শুষে নিয়ে
নক্ষত্র বসাই আমার স্বপ্ন মানচিত্রে
-অচল পয়সার মত-
বিকর্ষিত স্বর্গের অপর পীঠে
স্পর্শক হয়ে
লেগে থাকে
অস্থিরতায় মোড়া
অসহায় একটু অক্ষমতা... সেখানে
কোকিলের কান্না ভেজা কন্ঠ
এসে শুকিয়ে যায়
গালের ঠিক উপরে যখন
আমার অনুভূতি তোমার চোখের ছায়ার নিচে
নর্তকীর মত সঞ্চালিত হয় ছদ্মবেশী
আর আমি
বিকৃত পাথর আকৃতির
তুলার মতন হৃদয় ঠোঁটে নিয়ে
পশ্চিম থেকে পূর্বে
অভিশপ্ত কোকিলের উপমায়
খুঁজে নেই অন্যের নীড়
- ভেঙে দেব বলে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




