সামহয়্যার ইন ব্লগ কবে থেকে শুরু তা আমি এখনো জানি না বা আজ থেকে ছয় মাস আগে ও উনাকে চিনতাম না । কিভাবে এর যাত্রা শুরু তা ও ঠিক জানি না।
সামহয়্যার ইন ব্লগ এর সাথে আমার প্রথম পরিচয় একটি আইটি বিষয়ক পত্রিকা এর বিজ্ঞাপনের মাধ্যমে। তারপর যথারীতি ব্লগে প্রবেশ। প্রথমদিনে ব্লগে প্রবেশের পরই দেখতে পাই ব্লগটি সম্পূর্ন বাংলায় প্রকাশিত। একটি মানুষের যতকিছুই হোক মাতৃভাষায় কথা বলতে পারা টা কতটুকু যে আরামদায়ক তা যারা বিদেশে বসবাস করছেন উনারা আমার চেয়ে ভাল বলতে পারবেন। তদ্রুপ বাংলায় লেখালেখি করাটা আরো বেশি আনন্দময়। সে যাই হোক প্রথম দিনে বেশ কিছু লেখা আমার ভাল লাগে এবং লেখক গুলো কে আরও বিস্তারিত লেখার জন্য অনুরোধ করার জন্য আমি এইখানে নাম নিবন্ধন করি। কিন্তু নাম নিবন্ধন করার পর ও আমি লেখকদ্বয়কে অনুরোধ জানাতে পারিনি। কিন্তু আমি এই ব্লগের বিভিন্ন গ্রুপে যেতে পারছি এবং বিভিন্ন লেখা পোষ্ট ও বিভিন্ন লেখায় মন্তব্য যোগ করতে পারছি। কিন্তু যেসব লেখকদ্বয় অন্য গ্রুপে যে গ্রুপে আমি সদস্য হয়নি বা যারা প্রথম পাতায় লিখেছেন তাদের পাতায় আমি কোন মন্তব্য দিতে পারিনি।
সব লেখকদ্বয়ের ই ইচ্ছা থাকে যে তাদের লেখাগুলো পাঠক পড়ার পর ভাল বা মন্দ মন্তব্য করুক । কিন্তু অনেকেই আমার মত প্রথম পাতায় এক্সসেস না পাওয়ার দরুন কোন মন্তব্য দিতে পারছেনা ।
অনেকেই মন্তব্য করতে করতে ই ব্লগে লেখালেখি করতে আগ্রহ বোধ করে ও লেখালেখি করতে শিখে। তাই আমার মনে হয় সকলকে প্রথম পাতায় এক্সসেস সাথে সাথে না দিলে ও মন্তব্য করার অনুমতি সাথে সাথে বা অল্পকিছু দিন পর দিয়ে দেওয়া উচিত ।
বিচারক মহোদ্বয় আমার এই অনুরোধটুকু বিবেচনা করে দেখলে খুবই উপকৃত হব।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




