অনেক অনেক অনেক দিন আগে
এক দেশে এক রাজা ছিলেন।
রাজা ছিলেন বড় দয়ালু
প্রজা অন্তপ্রাণ
প্রজাদের উন্নতির জন্যে রাজ্যের মঙ্গলের জন্য তিনি দিনরাত চিন্তাভাবনা করতেন।
অতি চিন্তাভাবনায় তিনি কাতর হয়ে যেতেন।
হেকিমরা তাকে বলতো, মহারাজ! আপনি বেশি বেশি চিন্তাভাবনা করছেন। এত বেশি চিন্তাভাবনা করলে আপনি অসুস্থ হয়ে পড়বেন।
কিন্তু রাজা কারো কথায় কর্ণপাত করতেন না। তিনি শুধু রাতদিন চিন্তাভাবনা করে যেতেন।
একদিন,
সত্যি সত্যিই মহারাজ কঠিন ব্যামোয় বাধা পড়লেন। কত উকিল গেল, কবিরাজ গেল, কিন্তু কিছুতেই তার ব্যামো ভালো হয় না। অবশেষে একজন সাত সমুদ্দুর তের নদীর ওপার থেকে এক হেকিম এসে তাকে পরীক্ষা নিরীক্ষা করে তথ্য দিলেন, মহারাজ, আপনার একটা দুরারোগ্য রোগ হয়েছে। এটাকে স্বাস্থ্য পরীক্ষা রোগ । আপনাকে সাগরের ওপারে যেতে হবে চিকিৎসার জন্য।
রাজা জিজ্ঞাসা করলেন কত খরচ পড়বে। হেকিম তাকে অনেক টাকার হিসাব দিলেন। এটা শুনে রাজা বললেন না আমিতো এত টাকা খরচ করে চিকিৎসা নিতে পারব না।
শেষ পর্যন্ত সবার অনুরোধে তিনি যেতে রাজি হলেন।
রাজ্যের খরচ বাঁচাবার জন্য তিনি আলীশান বজরায় চড়লেন না।
সাধারণ দুই মাল্লার ডিংগি নৌকায় উঠলেন। অবশেষে তিনি সেই দেশে পৌছলেন।
খরচ বাঁচাবার জন্যে তিনি উঠলেন সরাইখানায় যেখানে বিনামূল্যে থাকা যায়।
দামি খাবার না খেয়ে তিনি শুধু খই খেলেন পানি দিয়ে ভিজিয়ে দিয়ে।
দামি ঘোড়ার বদলে তিনি হেটেই যাতায়াত করলেন।
এইভাবে মিতব্যয়ীতার কারণে তার শরীর আগের চাইতে দ্রুত ভালো হয়ে গেলো।
শরীর সুস্থ হয়ে তিনি দেশে ফিরে গেলেন । জনগণ তাকে মিতব্যয়ী রাজা উপাধি দিল।
সেই থেকে সেই দেশে মিতব্যয়ী রাজার নাম কেউ ভুলে নি। ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




