১। ঘটনা অনেক পুরোনো, ১২/১৩ বছর আগের।
আমাদের সাথে এলাকার অন্য গ্রুপের কয়েকদিন যাবৎ মারামারি, ঐ বয়সে যা হয় আরকি। তো এর মাঝে একদিন সামনা-সামনি ঝগড়ার সময় কোনো এক পর্যায়ে ওদের একজন বল্লো, 'আই চ্যালেন্জ ইউ'। তখন আমাদের এক বন্ধু বলে উঠলো, 'আই ও চ্যালেন্জ ইউ'।
২। মোটামুটি ঐ একই সময়ে আমরা খুব নামাজ পড়া শুরু করলাম, ফজর নামাজ মসজিদে জামাতের সাথে। একদিন একটু দেরি হয়ে যাচ্ছে, একে অপরকে যার যার বাসা থেকে ডেকে তুলছি। তো একজনকে ওদের বাসায় ঢুকে [দরজা খোলা, খালু অলরেডী মসজিদে চলে গেছেন] ওর মশারী তুলে ধুমধাম ডেকে তুললাম। সে-ও তাড়াহুড়া করে উঠে ব্রাশ এ পেষ্ট লাগিয়ে দাঁতে ঘষা দিয়েই মহা-চিৎকার দিয়ে উঠলো।
কি হয়েছে - জানতে গিয়ে দেখা গেল, সে ব্রাশের বদলে ঘুম ঘোরে টেবিলের উপর রাখা বল-পেন এ পেষ্ট লাগিয়ে দাঁতে ঘষা দিয়ে ফেলেছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




