অর্থহীন এক সম্পর্ক টেনে নেয়া
যে সম্পর্কে নেই কোন ভালবাসা
নেই কোন প্রেম, নেই কোন হৃদয়ের টান।
ও জানে, এই সম্পর্ক কোন সম্পর্ক নয়
ও আরো জানে, ও আমায় ভালবাসে না
ও হয়তো ভালবাসতেই জানে না।
আমি ওকে ভালবাসি।
তবে সে ভালবাসাটা কেমন যেন মৃতপ্রায়
মূমুর্ষ, ধুঁকছে
আমিও ধুঁকছি, কিন্তু না পারছি মরতে, না পারছি মারতে;
কেবলই একই বিছানায়, একই ছাদের নিচে একত্র বসবাস
সেখানে নেই ভালবাসার আশ্রয়;
এমন কিন্তু কটা দিন আগেও ছিল না
যখন আমার প্রতিটি কথা, তোমার জন্য ছিল সুখ
আমার আলিঙ্গনে তুমি পেতে ভরসা;
কি যে হল সেই প্রশ্নের উত্তর আজো খুঁজে ফিরি।
তবে বিশ্বাস করি-
“ যদি ভালবাসো, বেঁধে রেখো না
মুক্ত করে দাও, প্রতিদান চেয় না।
ফিরে আসলে ছিল তোমারি
না আসলে ছিল না কখনি ”
তোমায় আমি মুক্ত করে দিলাম
তুমি উড়ে বেড়াও মুক্ত বিহঙ্গের মতো
বিদায় বেলায় একটা শেষ কথা-
মনে রেখ কেবল একজন ছিল
যে ভালবাসতো শুধুই তোমাকে।
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০১০ রাত ২:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



