সময় ব্যবধানে নষ্ট ঘড়িও কথা বলে
এই তো সেদিন- কিছু একটা খুঁজতে
পুরনো মালপত্রের ভেতরে পেলাম
কাঁটাছাড়া একটি হাতঘড়ি
আমি ঘড়ি পরি না আজ অর্ধযুগ
এই কাঁচ ভাঙা কাঁটাছাড়া ঘড়ি
আমাকে ফিরিয়ে নিল বিস্মৃত সময়ে;
সময় ব্যবধানে ফেলনা জিনিসও কথা বলে।
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




