কলুষিত মন আজও খুঁজে বেড়াই
বিষাক্ত কিছু রক্তের আশায়
আজ তবুও এ হৃদয় ক্লান্তিহীন
অসুস্থ এই পরিবেশ মিথ্যার বেড়াজালে
অসংলগ্ন এই চোখ আজ হয়ে আছে উন্মুখ
বিষাক্ত কিছু রক্তের আশায় ।
স্মৃতির পাতার সব মুখ আজ পলাতক
অস্থির এই চোখের দৃষ্টি সেই রক্তাক্ত চোখে
আজ ও ডেকে যাচ্ছে ওপাশে দাঁড়িয়ে
বিষাক্ত কিছু রক্তের আশায়
আজ সেই উষ্ণতা আর নেই
আছে গলিত লাশের গন্ধ,
বিবর্ণ চেহারার রক্তাক্ত ছবির স্পর্শে
বীভৎস দেহের প্রতিটি অনুভূতি,
একের পর এক দুঃসহ আঘাত
বিষাক্ত কিছু রক্তের আশায় ।
আজও ডেকে যাচ্ছে দরজার আড়ালে দাঁড়িয়ে
প্রশ্ন করে যাচ্ছে আমায়
বেঁচে থাকার সব অবলম্বন নিঃশেষ হয়ে যাচ্ছে
ঝরে যাচ্ছে রক্তের প্রতিটি ফোঁটায়
ক্ষতবিক্ষত এই দেহের উপরই
পুনরায় চলছে মৃত্যুর আয়োজন,
ভেঙে যাচ্ছে চোখের সামনে সুখের পৃথিবী
সবকিছু ক্রমশ ধোঁয়াশা আর সাদাকালো
তাই আজ আকাশ আমার কাছে সাদা
আর রক্তের রঙ শুধুই কালো ,
তিলে তিলে আজ আমায় ভেঙ্গে দিলে
মৃত্যুর আগমুহূর্তে আমি দেখেছি সেই চেহারা
সেই চেহারায় ছুলনা কন ঘৃণা , ছিলনা ভালোবাসা
তোমার আঘাতের আঁচরে আমি আবারও রক্তাক্ত আর ক্ষতবিক্ষত
... শুধুই বিষাক্ত কিছু রক্তের আশায় ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





