ব্লগে লেখালেখির জন্য ইদানীং বেশ চিন্তা ভাবনা করছিলাম। ব্যাপারটা মাথায়ও ছিল অনেকদিন। আমার কাছের ২-৩ জন বন্ধুও দেখলাম এই জগতে বেশ ভালোভাবে বিচরণ করছে। লোভটা তাই আর সামলাতে পারলাম না।
লেখার বিষয়বস্ত নিয়ে কম মাথা ঘামাইনি। বস্তা পঁচা লেখা লিখে গনবিরক্তির কারন হওয়ারও কোনো ইচ্ছা আমার নেই। তাই এ ক্ষেত্রে ভালো জাতের লেখা তৈরী করা আমার প্রাথমিক লক্ষ্য।
শেষ পর্যন্ত ক্রিকেটকেই (যেকোনো কারনেই হোক) নিরাপদ মনে হলো। ছোটোবেলা থেকে আজ অবধি একই উৎসাহ খেলাটি উপভোগ করে আসছি, উৎসাহে এতটুকু ভাটা পরে নি। নিতান্তই ক্রিকেটের প্রতি ভালবাসা থেকে এরূপ সিদ্ধান্ত গ্রহন।
তবে শুধুমাত্র টিভি সেট এর সামনে বসে থেকে ক্রিকেট-দিওয়ানা হয়েছি বলে দাবি করবো না।
টানা কয়েক বছর "পাক্ষিক ক্রীড়াজগৎ" পড়ে জ্ঞান প্রসারণ করেছি। পত্র-পত্রিকায় খেলার পাতা আর টিভিতে খেলার খবরও সহজে মিস করতাম না। মূলতঃ এজন্যই ঝুঁকি নিচ্ছি।
আপাতত নিজের ঢোল আর পিটাচ্ছি না। কাজের কথায় আসা যাক।ভাবছি ম্যাচ রিপোর্ট লিখে যাত্রা শুরু করব। পরে আস্তে ধীরে আরো কিছু আইটেম যোগ করার চিন্তা আছে।
এখন উন্নতমানের লেখা পরিবেশন করতে পারলেই চলে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





