তোমার ছায়া বলে দিয়েছে তুমি কতটা ব্যতিক্রমী
ভিজে চু্লে ...
কথা বলে অনর্গল
নড়চড় নেই,অথচ স্থবির নয় সে
তার নিজস্বতাই হল-দোলানো চেয়ারের মত
একসময় নিজে নিজে থেমে যায়।
কথাগুলো আকাশে তারার মত খুঁজবো আমি
পুরনো জায়গাগুলো,পুরনো মানুষগুলো
পুরনো তুমি-- ঠিক পুরনো গানের মত
জানি--
একদিন আর দেখা হবে না ...
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০১১ রাত ১২:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




