১) বড় ফুপুর বিচার।
আমার ফুপু। উনি একজন স্কুল শিক্ষিকা। সবাই উনাকে সম্মান করে। সাল তারিখ মনে নেই (আনুমানিক ১৯৯২ হতে পারে, বয়স ছিল ৯/১০ বছর)। আমি তখন ডাকটিকেট কালেকশন করতাম। আমার ফুপাতো ভাই ও করত। আমার কাছে অনেক দুর্লভ স্টাম ছিল। অনেক কষ্ট করে আমি এগুলো সংগ্রহ করেছিলাম। আমার ফুপাত ভাই বয়সে আমার ৪/৫ সে আমার থেকে স্টাম্প চুরি করত।
হঠাৎ একদিন আমার ফুপু পড়ালেখার ক্ষতি হচ্ছে এই দোহাই দিয়ে আমার আমার স্টাম খাতা (আমি দরিদ্র ছিলাম স্টাম্প বুক কি তাও জানতাম না) পুড়িয়ে ফেলে।
আমি অধিক শোকে পাথর হয়ে রইলাম কিছু বলতে পারলাম না। আমার বাসায় সবাই উনাকে মান্য করত তাই কেউ কিছু বলতে বা আমার সাহায্য এগিয়ে এলোনা।
আজ অনেকদিন হল এই ব্যাপার টা এখনো ভুলতে পারিনাই। এখনো কষ্ট দেয়।
২) বড় চাচার বিচার।
আমার বড় চাচা একজন সরকারী কর্ম কর্তা। আমার কাজিন অনেক ভাল, সুন্দর ও এবং আমাদের খুবই প্রিয় ছিল। বয়সে আমার ২ বছরের ছোট। আমার চাচা বড়লোক ছিল। কিন্তু যদিও আমার বাবার দোকানে টেলিফোন (তখন টেলিফোন খুবই দূর্লভ ছিল) ও ফ্রিজ ছিল। তারপরেও আমরা গরীব ছিলাম। গরীব না ঠিক নিম্নমধ্যবিত্ত এবং অব্যবস্থাপনায় পরিপূর্ণ পরিবার ছিল। আমাদের কোন খেলনাই ছিলনা। আমার কাজিনে খেলনা আমরা ধরতেও ভয় পেতাম। ধরা নিষেদ ছিল। আমাদের পাশের বাসায় ভারা থাকত "সিজাররা" তারা আমাদের তাদের খেলনা দিতে কোন কাপর্ন্য করতনা। একদিন সিজারের একটি হেন্ডস্ গেইমস্ আমি বাসায় নিয়ে আসি। আমার কাজিন চেয়েছিল তাই তাকে ওটা খেলতে দিয়েছিলাম। আমার চাচা অফিসিয়াল ট্যুর শেষে বাসায় এসে যখন কাজিনকে খেলতে দেখল তখন সেটে আছার মেরে ভেঙ্গে ফেলল। কেন জানিনা?
চাচা আমাকে ডাকল। চাচাকে যমের মত ভয় পেতাম। প্রাইয় বিচার করত। এবং বলল কেন রাজীবকে ওটা দিয়েছি। এখন এর ক্ষতিপূরণ আমাকেই দিতে হবে। তখন বয়স ১১/১২। এত দু:শ্চিন্তা কখনোই হয়নাই। কিভাবে সম্ভব এত টাকা জোগাড় করা? কিভাবে এ ক্ষতিপূরণ দিব। মনে হচ্ছিল আমার তখন মৃত্যু হলে ভাল হত। শেষ পর্যন্ত সিজার কে ঘটনাটা জানালাম। সে এত সহজ ভাবে নিল। আমি অবাক হয়ে গেলাম। তার কিতজ্ঞতা কিভাবে শোধ করব আমি? মনে শুধু এই প্রশ্ন্ই আসতে লাগল। সিজারের মাও ব্যাপারটা স্বাভাবিক ভাবে নিলেন।
এগুলোতো মামুলি এর থেকেও জঘন্য সমস্যায় র্জজরিত ছিলাম শৈশব থেকেই। তাই হয়ত আর বড় হয়ে উঠতে পারিনি।
এখন বয়স ২৮/২৯ কিন্তু মেন্টাল গ্রোথ ততটা হয়নি। এখনো মাঝে মাঝে মনে হয় তাদের বলি কেন তারা এমন করেছিল?
তারা দুজনই ব্লাড প্রেসারের রুগি। এগুলো বলা যাবেনা। তাদের মত হওয়া যাবেনা। বললেই হয়ত হার্ট ফেই করে মরা যাবে। হি হি!
আরো জঘন্য কিছু নষ্টালজিক ঘটনার উদগিরন করব আশা করি। ঠিক হবে??
পাঠক দয়া করে জানাবেন।
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:৩৯