ছোট একটা ঘটনা, কিন্তু এর প্রভাব অনেক সূদুরপ্রসারী । ডোরেমন বন্ধ করা হয়েছে।এর সুফল ভোগ করবে লাখ লাখ শিশু বাচ্চাদের কথা চিন্তা করে আপনি ডোরেমন বন্ধ করেছেন বলে অনেক ধন্যবাদ।
কিন্তু ঘরের বউদের কথা কি একবারও ভাবলেন না? স্টারপ্লাস, স্টার জলসা মার্কা চ্যানেলগুলো বন্ধ করা দরকার।
এইসব দেখে দেখে ঘরের কাজের বুয়ারা, যুবতী মেয়েরা এবং বউগুলো কুটনামী শিখছে, স্বামীদের কাছে নিত্যনতুন শাড়ি গয়নার আবদার করছে। পরকীয়াতে লিপ্ত হওয়া শিখছে।
তাই নিগৃহীত জনতার পক্ষ থেকে আপনার প্রতি আকুল আবেদন, এই সব আগ্রাসী ভারতীয় চ্যানেল বন্ধ করে গৃহসুখ আনয়ন করুন।
মাননীয় তথ্যমন্ত্রী: বাচ্চার কথা চিন্তা করলেন, বউয়ের কথা কি ভাববেন না?
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



