পোস্টের যা নাম সেটাই বিষয় | তার সাথে আরো দেখাব যে কেন ট্রাম্প ভারত থেকে বিনিয়োগ সরিয়ে আমেরিকা নিয়ে যাবে এবং কেন তার সস্তা শ্রমের দরকার নেই |
উইকিপিডিয়া থেকে জানা যায় ট্রাম্পের ব্যবসা কতগুলি ভাগে বিভক্ত :
১] রিয়েল এস্টেট ( ট্রাম্প টাওয়ার , ট্রাম্প প্লাজা, ক্যাসিনো )
২] গল্ফ কোর্স
৩] স্পোর্টস ইভেন্ট
৪] বিউটি প্যাজেন্ট
৫] ট্রাম্প ইউনিভার্সিটি
ট্রাম্প-এর ব্যবসা : উইকিপিডিয়া
এইবার লক্ষ্য করুন প্রতিটি ব্যবসায় হলো লাক্সারী আইটেমের | এইসব ব্যবসায় খরিদ্দারদের হাতে টাকা না থাকলে কখনই তারা ভোগ করতে আসে না | আমেরিকার জনতা হচ্ছে ট্রাম্পের কাস্টমার | তাদের বেকারীর ফলে যদি হাতে টাকা না থাকে তাহলে ট্রাম্পের এইসব ব্যবসা কি করে চলবে ? এইসব ব্যবসা বিশেষ করে রিয়েল এস্টেট, চালাতে গেলে লোকের হাতে টাকা থাকা দরকার | টাকার জন্য দরকার কাজ | তাই তো ট্রাম্প দেশের মধ্যে কাজের ব্যবস্থা করছে | আর তাই ভারত থেকে বিনিয়োগ তুলে নেবার জন্য ট্রান্স প্যাসিফিক চুক্তি থেকে বেরিয়ে আসছে আমেরিকা | এটা ঘটবেই | ট্রাম্পের মত ধুরন্ধর ব্যবসায়ী নিজের ফায়দা না দেখলে তো বিড়ালও মাছ খাওয়া ছেড়ে দেবে | এই সোজা কথাটা সামুর তাবড় ব্লগাররা কেন বুঝতে পারছে না ?
এর মধ্যে মোদী ভারতের অর্থনীতির ঠ্যাং ভেঙ্গে দিয়েছে | ট্রাম্পের নীতি ভাঙ্গবে কোমর | তাতে যদি অর্থনীতি কোমায় না যায় তো কিসে যাবে ? মোদিকে চা ওয়ালা বললে যাদের গায়ে জ্বালা ধরে , তারা অন্তত এইটুকু তো স্বীকার করবেন যে মোদির ভুল নীতির জন্য আজ অর্থনীতির আধা দুর্দশা হয়েছে | ট্রাম্প এসে ষোলকলা পূর্ণ করবে |
চা ওয়ালার আচ্ছে দিন আসবে ভবিষ্যতে |

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


