আমি কোনদিন বলবো না ছুতে তোমাকে
আমার না বলা কথাগুলো, আমার একলা কাটানো রাত্রিগুলো
দুঃখ বিলাসে অদ্ভুতভাবে কাটানো আমার অবসর
কিংবা স্তব্ধ বিস্ময়ে চোখের কোণে জমা বিন্দু জলকণা
হৃদয় ভাঙ্গার করুণ আর্তনাদ প্রতিনিয়ত শুনাবো না তোমায়
বলবো না আমার কথকতা আর জমে থাকা চাপা কান্নাগুলো
জীবন যেথা বিস্ময়, মৃত্যু কেবলই অপেক্ষার প্রহর
জীবন্মৃত আমি ছুবো না তোমায় ঝড়ো বাতাস হয়ে!
দূরেই রব আমি দূরের মানুষ হয়ে জানবেও না তুমি
দূরে থাকাই যেথা নিয়তি, কাছে আসার স্বপ্নও দেখি তা কখনো তাই
জানানো যাবে না, বলা যাবে না, কতটা আছো হৃদয় জুড়ে
জন্ম জীবন বেচে থাকা ছুটে চলা সবই কি ভীষণ তাই নির্যাতন!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


