১
আড়মোড়া ভেঙ্গে জেগে ওঠা রোজ সকালে
সকাল নাকি দুপুর বোঝা যদিও বড় দায় আলোর দাবদাহে!
অলস সময়, ক্লান্ত মন, কোভিডের আলাপনে,
কেটে যায় সময়, ছুটে চলা মন জানে না কি চাহে!
২
আবোল তাবোল আর অদ্ভুতুড়ে সময়গুলো
ছাদের পানে তাকিয়ে তাকিয়ে ভেবে কাটানো সমস্ত অলসতা।
অতীত, বর্তমান, ভবিষ্যৎ ভাবনাগুলো লাগামছাড়া, তবুও
সময় কাটানোই যখন দায়, এগুলোই আজ বিলাসিতা।
৩
আবেগগুলো কি অদ্ভুত বলো!
ধরা যায় না, ছোঁয়া যায় না, তবু রয়ে যায় রেশ।
শরীরের মত আকার নাই তবু কেমন অবুঝ মন
ঠিকই আঘাতে রক্ত ঝড়ায় নীরবে, নিভৃতে হয়ে যায় নিঃশেষ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


