সেদিনের আকাশের মেঘ ছিল সাদা
আমি পরেছিলাম নীল শাড়ী।
তুমি কি জানো আমার শাড়ীর রং চুরি করেছিল আকাশ
আর এভাবেই আমার আর আকাশের প্রেমের আত্নপ্রকাশ।
আমি তখন সাগরের তীরে নরম ঝিঁকিমিকি বালিতে হাঁটছিলাম
তুমি তোমার উষ্ণ হাতের ছোয়াঁয় আমার পা ভিজিয়ে দিলে।
হঠাৎ এক ঝটকা হাওয়ায় যখন আমার চুল উড়ছিলো
তখন তোমার মন আমার চুলের মাতাল ঘ্রাণে মগ্ন ছিলো।
এভাবে কত শত সহস্র অনুভূতি আনাগোনা অবিরত
কিন্তু তোমার সাথে আমার সাক্ষাত ছিলো অল্প।
যার কারনে মনে জমা হতো হাজারো গল্প।
মনে মনে আমি তোমার সাথে কথা বলতাম।
একদিন তোমার আদেশে বাতাস আমার কথা তোমাকে,
আর তোমার কথা অনুযায়ী বাতাস তোমার কথা আমাকে।
আর কথায় কথায় কথোপকথন,
মনের কথা যখন তখন।
একদিন এক ঝড়ের আভাস,
অল্প কিংবা বহুদিন পরে এক দুপুরে আমার হৃদয়ে সুখের বৃষ্টি।
তপ্ত মরুভূমির এই হৃদয় এতটাই শোষন করেছিলো যে,
আজ তুমি বৃষ্টি শূন্য তবুও তোমার জন্য আমার ভালবাসা অনন্য।
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০০৯ সকাল ১০:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




