জীবনটা কি থেমে যাবে যখন তুমি চলে যাবে?
এই যে সময় বয়ে চলে, হালকা দোলায় মনটা দোলে,
প্রজাপতির রঙিন পাখায়, মনটাকে তাই সঁপে দিয়ে
অষ্টপ্রহর তোমার আশায়,আছি আমি পথটি চেয়ে।
তুমি কি তার আভাসটা পাও?
তোমায় নিয়ে স্বপ্ন কত, ঠাঁস বুননে রঙিন সুতোয়
মনের কথা জানিয়ে দিলাম।
কিন্তু কি তা শুধুই স্বপন, এলোমেলো জালের বুনন।
আমি জানি, তুমি জানো, হাওয়ায় ভাসা স্বপ্নগুলো
ধরতে গেলেই মিলিয়ে যাবে, অবয়বটাও হারিয়ে যাবে।
তাই তো বলি, স্বপ্ন দেখো, আমার হাতে হাতটি রাখো
চোখের তারায় চোখটি রাখো,হারিয়ে যাই দূর সীমানায়।
ভালবাসার উদাস হাওয়ায়,মনটাকে উড়িয়ে দিও
আমি তোমার যেমন আছি, স্বপ্ন দিয়ে স্বপ্ন আঁকি
এলে তুমি তেমনই পাবে,সেই যে আগে যেমন ছিলাম।
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০০৮ সকাল ১০:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




