তোমাকে ভালবাসার দুরন্ত এক সাহস আমার আছে।
তুমি যত দূরেই যাও সে তোমার কাপুরুষতা।
ভালবাসি বলে হারিয়ে যাওয়া
কিংবা আবার ফিরে আসতে চাওয়া
সে তো তোমারই দুর্বলতা।
আমার যেখানে থাকার কথা ছিল আমি সেখানেই আছি।
প্রহরের পর প্রহর গুনছি।
সত্যি কি তুমি আসবে?
তোমাকে নিয়ে পালিয়ে যাওয়ার
অচেনা অজানা কোন ঠিকানায় যাওয়ার সাহসও আমার আছে।
শুধু তোমারই কোন সাহস নেই।
সরীসৃপের মতো রং বদল করা শুধু তোমাকেই মানায়।
তবুও আমি তোমাকে ডাকি।
আসো, আমার ভুবনে তোমার আসনে।
যে আসন শুরু থেকেই তোমার জন্য পাতা আছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




