অনেক দূরে দিগন্ত ছেয়ে হলুদ সর্ষে ফুল
দিনমান আকাশের দিকে তাকিয়ে
কাটিয়ে দেয় একটি জীবন,
এছাড়া আর কিইবা করতে পারে তারা।
আকাশ আছে স্বপ্নের হাতছানি হয়ে
দিগন্ত যেন অহর্নিশি ডাকে আকাশকে
এক আবেগময় স্পর্শ পাওয়ার তরে।
আকাশ কি কখনো নেমে আসে?
স্নিগ্ধ স্পর্শ দিয়ে বলে, এই তো জীবন!
এখানেই আছে আমার পৃথিবী!
বলে না।
শুধু আশায় আশায় চলে যায় দিন মাস বছর
যেমনটা আমার থাকা।
তোমার আশায় আছি আমি, হেঁটেছি দীর্ঘ পথ
আসবে কি তুমি আকাশ হয়ে
মিলেমিশে একাকার দিগন্ত রেখা হয়ে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




