আমার পৃথিবী ধূসর হয়ে যাওয়া একটুকরো ভূমি
সেইখানে ছিলে তুমি, ছিলো স্বপ্ন, ছিলো সুখ
কল্পনার রঙে মাখানো ছিলো আরো অনেক মুখ।
তুমি যেন ভোরের শিশির
সতেজ একটি প্রাণ।
তোমার ছোঁয়ায় হয়ে যায় সব রঙিন
আর কেটে যায় দুঃখ বিলাসীর গান।
তাই তো
তোমাকে দেখার লোভ ছিল।
লোভ ছিলো হাতে হাত রেখে,
চোখের ভাষায় স্বপ্ন আঁকার।
ডেকেছিলাম ধূসর শূণ্য ভূমে
তুমি এলে, ছুঁয়ে দিলে বিরহী মনটাকে
হেসে উঠল আমার পৃথিবী
মেলে দিলো স্বপ্নের পাখা
সবই যেন হয়ে উঠল সবুজ আর কল্পনায় মাখামাখা।
স্বপ্ন নিয়ে কাটিয়ে দিলাম অনেকটা সময়।
কিন্তু একদিন কোন অজানার পথে
চলে গেলে একা এই আমাকে রেখে
খুঁজেছি তোমাকে পৃথিবীর আঁকাবাঁকা
পথে, সমুদ্র আর প্রকৃতির মাঝে।
এলেই যদি তবে চলে গেলে কেনো?
প্রশ্ন নিয়ে অবিরত কেটেছে
ধীরে ধীরে সবুজ হারানো পৃথিবীর বুকে
ঝরে যাওয়া পাতার মতো খসে গেলে তুমি
আমার সবুজ পৃথিবী থেকে।
ধূসর বিবর্ণ আর অনুজ্জ্বল স্বপ্ন নিয়ে
হেটে চলেছি একা দিগন্তের রেখা ধরে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




