আমার নিস্তেজ জীবনে তুমি ঝড়ো হাওয়া
আমার রিক্ত নিঃস্ব ভুবনের অমূল্য রতন,
আমার মন খারাপ সময়টায় তুমি
উদ্দীপ্ত করে তোলা আলোকিত কল্পনা।
কাছের মানুষ দূরে যায় সরে
তেমনি দূরের মানুষ কাছে চলে আসে
নানা বাহানায়,
তুমি আমার দূর থেকে কাছে আসা স্বপ্নভূমি
আমার উঠানে বিকালের উদাস হাওয়া।
তোমাকে আমি পারি না ছুঁইতে
পাওয়ার লোভ বেড়ে যাবে যে!
তোমাকে আমি হারাতে চাই না
মরে যাব যে!
আমার এই টানাপোড়েন জীবনে তবুও তুমি
এক টুকরো আশার আলো।
আমার বেঁচে থাকার স্বপ্ন আর
নিজেকে স্বপ্লীল করার
আকাঙ্খিত দুরাশা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




