বেশী হলে 'শ'---'হাজার'----তাই বলে,
লাখ----কোটি---!!!!
হ্যা, অবিশ্বাস্য হলেও সত্যি। লক্ষ-কোটি টাকার খেলনা তৈরিও হয় এবং মানুষ তা কিনেও নেয়। বিশ্বাস না হলে চলুন দেখি কিছু দামী খেলনা---
23 Carat Hot Wheels- (২৩ ক্যারেট খেলনা গাড়ি 'হট-হুইলস')
২৩ ক্যারেট স্বর্ণ দ্বারা আবৃত এই খেলনা গাড়িটির দাম $ 140,000, যা বাংলাদেশী টাকায় ১,১২,৭২,৭০০ (এক কোটি বারো লক্ষ বাহাত্তর হাজার সাতশ টাকা) সাধারনত এই খেলনাটি কেনার প্রয়োজন কারোরই হবার কথা নয় তবে হ্যাঁ, আপনি যদি কোন লাটসাহেব হয়ে থাকেন যার টাকা খরচ করার উসিলা দরকার, তাহলে আপনি এটা কিনে নিতে পারেন। (তবে এই গাড়ির ভিতরে ঢোকার চেষ্টা করলে বোকামি হবে)
Diamond Studded Barbie- (ডায়মন্ড খচিত বার্বি-ডল)
সাধারন বার্বি-ডলগুলো যদি আপনার আদরের মেয়েকে আনন্দ দিতে না পারে, নিরাশ হবেন না। কারন এই বার্বি-ডল শুধু আপনার মেয়েকেই নয়,সাথে আপনার ১৪ জেনারেশনকেও আনন্দের বন্যায় ভাসিয়ে দিতে পারবে। ১৬০ টি হীরক খণ্ড ও কিছু হোয়াইট গোল্ড- এর সাহায্যে একে সাজানো হয়েছে। আপনি কি কিনতে আগ্রহী? তাহলে জলদি ৮৫ হাজার ডলার রেডি করেন।
Baltic Amber Chess Set- (বাল্টিক অ্যাম্বার দাবা সেট)
এই দাবা সেটের দাম ২৫ হাজার ডলার। এর এক পক্ষ মুসলিম এবং আরেকপক্ষ খ্রিষ্টান। প্রস্তুতকারকরা নাকি এটা চিন্তা করেই বানিয়েছেন। যাই হোক, এর শেপগুলো তৈরি করা হয়েছে খুব মূল্যবান একটি বস্তু Baltic Amber দিয়ে। 'ব্যালটিক অ্যাম্বার' গাছের প্রানরস দ্বারা তৈরি ফসিলকৃত একটি বস্তু। এই দাবা সেটের বোর্ডটিও তৈরি করা হয়েছে খুব মূল্যবান এবং দুর্লভ প্রজাতির গাছের কাঠ দিয়ে।
Sidney Mobell Monopoly Set- (সিডনি মবেল মনোপলি সেট)
মনোপলি আমরা সবাই খেলেছি। মজার একটা খেলা। তবে উপরে যে মনোপলি খেলার বোর্ডটি দেখতে পাচ্ছেন,ভুলেও সেটা দিয়ে খেলার চিন্তা করবেন না। আর যদি খেলতেই চান তাহলে নিষেধ করবো না। দাম বাবদ শুধু ২ মিলিয়ন ডলার খরচ করলেই হবে। এই বোর্ডের ছোট ছোট খেলনা বাড়িগুলো তৈরিতে ব্যাবহার করা হয়েছে ২৩ ক্যারেট স্বর্ণ,হীরা,এবং আরও কিছু মূল্যবান পাথর।
Most Expensive Ball in the World- (সবচেয়ে দামী বল)
এই বলটির দাম নাকি ১.২৯ মিলিয়ন ডলার। হীরা এবং স্বর্ণের সাহায্য নিয়ে তৈরি। কারও লাগলে আওয়াজ দিয়েন, পার্সেল করে পাঠিয়ে দেয়া হবে----এক কপি ছবি।
Cold Fusion Yo-Yo- (কোল্ড ফিউসন ইয়ো-ইয়ো)
যদিও এই ইয়ো-ইয়ো-টি ১৫০ ডলার মূল্যের তবে একটি নিলামে এই ইয়ো-ইয়ো- টি বিক্রি হয়েছে প্রায় ১৬,০০০ ডলারে।
-----------------------------------
বিঃদ্রঃ- উপরোক্ত খেলনাগুলো খেলার জন্য নহে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




