সাথে সাথেই আমার নিজের একটা ফান্ড মনে মনে বিবেচনা করে ফেললাম। ছোটভাই বদরুলের পরামর্শে ঢাকাস্থ হালুয়াঘাটের পরিচিত বন্ধু, বড় ভাইদেরকেও জানালাম। নির্ধারিত একটা তারিখে সবাই মিলে ঢাবির ক্যাম্পাসে বসলাম। আরো বেশ কিছু টাকা আমার হাতে চলে আসলো। কভে, কোথায় কোথায় দিবো সব প্ল্যান শেষ করে শুরু করলাম কম্বল কিনা.... সর্বমোট ৫৬৫ টি কম্বল কিনলাম
কম্বল কিনে ভ্যানে করে নিজেরাই গন্তব্যে নিয়া যাচ্ছি - ১
হান্নান (ছবির ছেলেটি) বিনাস্বার্থে আমাকে সারাদিন সময় দিয়েছে। স্মৃতি হিসাবে ছবিটি সারাজীবনের জন্য তুলে রাখলাম।
ঢাকাতে, এলাকাতে যারা সার্বিকভাবে বিভিন্ন সহযোগিতা করেছে তার বিস্তারিত তুলে ধরলাম।
আগত মানুষদের একাংশ (জায়গা - ১)
এতিম, মুসুল্লী, হিন্দু, গারো উপজাতি সবাইকেই কমবেশ দেওয়ার আন্তরিক চেষ্টা করেছি।
আগত মানুষদের একাংশ (জায়গা - ২)
আগত সবাই মিলে কম্বল তুলে দিলাম শীতার্থদের মাঝে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




