অভিজ্ঞ ভাইবোনেরা, খুব শখ হইছে একটা ক্যামেরা কিনবার। তাই কম দামে একটা ভালো ক্যামেরা কিনবার চাই। অনেক ঘেটে আমার সামর্থের মধ্যে ২ টা মডেল পছন্দ হইছে।
১. Canon PowerShot A2300 16 Mega HD Camera মুল্য-৮৮০০ টাকা।
২. Sony Cyber-shot DSC-W620 Camera মূল্য- ৮৬০০ টাকা।
এখন আমি বুঝতেছি না কোনটার চেয়ে কোনটা ভালো হবে।
প্রথম টার মেগাপিক্সেল ১৬, অপটিক্যাল জুম ৫, এইচ, ডি ভিডিও করা যায়।
দ্বিতিয়টার ১৪.১ মেগাপিক্সেল, অপটিক্যাল জুম ৫, এইচি ডি ভিডিও করা যায়। দুইটার পার্থ্যক শুধু দেখতাছি মেগাপিক্সেল এ।
এখন আপনারা একটু ভালো পরামর্শ দিয়ে সহযোগিতা করেন প্রিজ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




